ইয়ান’আনে কেন্দ্রীয় সামরিক কমিশনের রাজনৈতিক কর্মসম্মেলন অনুষ্ঠিত, সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ
2024-06-19 19:57:52

জুন ১৮: কেন্দ্রীয় সামরিক কমিশনের রাজনৈতিক কর্মসম্মেলন ১৭ থেকে ১৯ জুন শানসি প্রদেশের ইয়ান’আন শহরে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সভায় যোগ দেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। সি চিন পিং জোর দিয়ে বলেন যে, সেনাবাহিনীর উপর সিপিসি’র নেতৃত্ব বজায় রাখা, নতুন যুগের রাজনৈতিক সেনা-নির্মাণের কৌশল বাস্তবায়ন করা, রাজনৈতিক সেনা-নির্মাণ যুগের প্রয়োজনীয়তাকে দৃঢ়ভাবে উপলব্ধি করা, সেনাবাহিনী প্রতিষ্ঠার ১০০ বছরে মনোনিবেশ করা, একটি পুঙ্খানুপুঙ্খ স্ব-বিপ্লবী চেতনা এগিয়ে নিয়ে যাওয়া, এবং রাজনৈতিক প্রশিক্ষণকে আরও গভীর করা সেনাবাহিনী গঠন করা উচিত।

 

সি চিন পিং উল্লেখ করেন যে, নতুন যাত্রায় রাজনৈতিক সেনাবাহিনীর গঠন প্রচারের জন্য, ছয়টি গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোনিবেশ করা উচিত। প্রথমত, চিন্তাভাবনা পুনর্নির্মাণের চেতনা এবং পুঙ্খানুপুঙ্খতা বৃদ্ধি। দ্বিতীয়ত, দলীয় সংগঠনের নেতৃত্ব, সাংগঠনিক ও কার্যকর করার ক্ষমতা উন্নত করা। তৃতীয়ত, ক্যাডার টিম শক্তিশালীভাবে গঠন করা। চতুর্থত, দুর্নীতির ভিত্তি ও অবস্থা নির্মূল করা। পঞ্চমত, কর্মকর্তাদের উদ্যোক্তা মনোভাব বাড়ানো। ষষ্ঠত, রাজনৈতিক কাজের সূক্ষ্ম ঐতিহ্য পুনরুদ্ধার ও এগিয়ে নেওয়া।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন যে, রাজনৈতিক সেনাবাহিনী গঠনের প্রচার করা গোটা সামরিক বাহিনীর সাধারণ দায়িত্ব, কেন্দ্রীয় সামরিক কমিশনকে অবশ্যই ঐক্যবদ্ধ নেতৃত্বকে শক্তিশালী করতে হবে, রাজনৈতিক কর্ম বিভাগ, শৃঙ্খলা পরিদর্শন কমিটি এবং সামরিক কমিশনের রাজনৈতিক ও আইন বিষয়ক কমিটিকে অবশ্যই সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে হবে। সব ইউনিট ও বিভাগকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে এবং একটি রাজনৈতিক বাহিনী গঠনে সচেষ্ট হতে হবে।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)