তিব্বতের বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার, কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না চীন
2024-06-18 17:44:49

জুন ১৮: মার্কিন সাংসদ দালাই লামার সঙ্গে দেখা করা এবং মার্কিন কংগ্রেস তিব্বত সম্পর্কিত বিল পাস করার বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি চিন আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, তিব্বতের বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার, কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না চীন।

মুখপাত্র বলেন, ১৪তম দালাই লামা বিশুদ্ধ ধর্মীয় ব্যক্তি নন, বরং ধর্মের ছদ্মবেশে চীন-বিরোধী ও বিচ্ছিন্ন করতে চাওয়া রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি। চীন যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয়, দালাই লামার চীন-বিরোধী অবস্থা বিবেচনা করে তিব্বত সম্পর্কিত ইস্যুতে নিজের প্রতিশ্রুতি মেনে চলা, তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করা এবং বিশ্বকে ভুল তথ্য পাঠানো বন্ধ করা হোক।

তিনি আরো বলেন, চীন যুক্তরাষ্ট্রকে চীনের অংশ হিসেবে তিব্বতকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি মেনে চলা, স্বাধীন তিব্বতের দাবিকে সমর্থন না দেওয়ার প্রতিশ্রুতি মেনে চলা এবং তিব্বত সম্পর্কিত বিলে স্বাক্ষর না করার তাগিদ দেয়। তা নাহলে চীন নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষার জন্য দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেবে।

(তুহিনা/তৌহিদ/স্বর্ণা)