নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদের সাক্ষাত
2024-06-17 19:14:14

জুন ১৭: ১৪ ও ১৬ জুন নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাম বারান যাদব এবং প্রধানমন্ত্রী পুষ্প কমল প্রচন্ডের সঙ্গে চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ কমিটির ভাইস চেয়ারম্যান বাটার ও তাঁর দল সাক্ষাত করেছেন।

বাটার নেপালের নেতৃবৃন্দকে প্রেসিডেন্ট সি চিন পিং এবং অন্যান্য চীনা নেতার সৌহার্দ্যপূর্ণ অভিনন্দন জানিয়ে বলেন যে, চীন ও নেপালের মধ্যে চিরস্থায়ী বন্ধুত্ব রয়েছে। চীন নেপালের সঙ্গে দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বাড়াতে এবং চীন-নেপাল কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীর করতে চায়।

নেপালের নেতা বাটারের মাধ্যমে চীনা নেতাদের শুভেচ্ছা জানান। তিনি নেপালের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদী ও মূল্যবান সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নেপাল দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং কোনো শক্তিকে চীনে আঘাত করার জন্য নেপালি ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। নেপাল চীনের সঙ্গে বিভিন্ন খাতে পারস্পরিক উপকারী সহযোগিতা গভীরতর করতে চায়।

বাটার এবং তার প্রতিনিধি দল ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত নেপাল সফর করেন। সফরের সময় তারা উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকারের সাথেও দেখা করেন।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)