২০২৩ সালে চীনের আর্থ-বাণিজ্যিক লজিস্টিকস আয় ১২৬.১ ট্রিলিয়ন ইউয়ান
2024-06-17 18:35:10

জুন ১৭: গতকাল (রোববার) শুরু হওয়া চীনের ল্যাংফাং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক মেলা-২০২৪এ ‘চায়না আর্থ-বাণিজ্যিক লজিস্টিকস ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৩’ প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় যে, ২০২৩ সালে চীনের মোট আর্থ-বাণিজ্যিক লজিস্টিকস আয় ১২৬.১ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি।

তা ছাড়া, রিপোর্টে ২০২৪ সালে আর্থ-বাণিজ্যিক লজিস্টিকস বিকাশের প্রবণতার পূর্বাভাস করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্কুলেশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর রেন ফেং বলেন যে, বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক নীতি ও পদক্ষেপের সমন্বিত প্রচেষ্টার ফলে ভোক্তা চাহিদা পুনরুদ্ধার অব্যাহত রয়েছে এবং আর্থ-বাণিজ্যিক লজিস্টিক পুনরুদ্ধার মাঝারি প্রবৃদ্ধিতে রূপান্তরিত হয়েছে।

 

লিলি/তৌহিদ/স্বর্ণা