বেইজিং-কুয়াংচৌ হাই-স্পিড রেলওয়ের পুরো অংশে ঘন্টায় ৩৫০ কিলোমিটার উচ্চ গতিতে যাতায়াত বাস্তবায়ন
2024-06-15 18:56:05

জুন ১৫: আজ (শনিবার) সকাল ৮টায় প্রথম জি ৮৭১ ফুশিং ইলেক্ট্রনিক মাল্টিপল ইউনিট চায়না রেজুভেনেশন রেলগাড়ি ঘন্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উহান স্টেশন থেকে যাতায়াত শুরু করেছে। ফলে বেইজিং-কুয়াংচৌ হাই-স্পিড রেলওয়ে পুরো অংশে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার উচ্চ গতিতে যাতায়াত বাস্তবায়িত হয়েছে। চায়না রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপ কোং লিমিটেড সূত্র এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, বেইজিং-কুয়াংচৌ হাই-স্পিড রেলওয়ের মোট দৈর্ঘ্য ২২৯৮ কিলোমিটার। যা বেইজিং, হ্যপেই, হ্যনান, হুপেই, হুনান এবং কুয়াংতো- এ ছয়টি প্রদেশজুড়ে অবস্থিত।

 

লিলি/তৌহিদ/স্বর্ণা