ইয়েমেনে আটক জাতিসংঘ কর্মীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে চীন
2024-06-14 18:51:22

জুন ১৪, সিএমজি বাংলা ডেস্ক: ইয়েমেনে আটক জাতিসংঘ কর্মীদের অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য হুথি সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং।

ইয়েমেনের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য প্রদানকালে, কেং আন্তর্জাতিক আইন অনুসারে লোহিত সাগরের জলে চলাচলের জন্য সমস্ত দেশের বাণিজ্যিক জাহাজের অধিকারকে সম্মান করতে হুথি সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি লোহিত সাগরের শিপিং লেনগুলোতে হয়রানিমূলক কাজ বন্ধ এবং নিরাপত্তা রক্ষণাবেক্ষণেরও আহ্বান জানান।

কেং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শন করতে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

কেং বলেন, "আমরা ইয়েমেনে মানবিক সহায়তা বাড়ানো এবং সেখানে মানবিক পরিস্থিতি প্রশমনে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন করি। আমরা আশা করি দাতারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। অর্থনীতির উন্নয়ন এবং জনগণের উন্নতির জন্য ইয়েমেনি সরকারের প্রচেষ্টাকে সব পক্ষের সমর্থন করা উচিত ”।

ইয়েমেনে কর্মরত জাতিসংঘের কর্মীদের সাম্প্রতিক আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ, মহাসচিবের বিবৃতিকে সমর্থন এবং জাতিসংঘের সকল কর্মীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানান কেং শুয়াং।

এদিকে বৈঠকে, ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ জানিয়েছেন, গত সপ্তাহে হুথি সশস্ত্র বাহিনী মোট ১৩  জন জাতিসংঘের কর্মী এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থার পাঁচজন কর্মচারীকে আটক করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হুথি সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং জাতিসংঘ ও বেসরকারি সংস্থার সকল কর্মীকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দিতে এবং বেসামরিক নাগরিকদের নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

শান্তা/ফয়সল