ফ্রেঞ্চ আল্পস ও মার্কিন সল্ট লেক সিটি হতে পারে শীতকালীন অলিম্পিকের আয়োজক
2024-06-13 16:45:11

জুন ১৩: আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, গতকাল (বুধবার), ২০৩০ ও ২০৩৪ শীতকালীন অলিম্পিকের আয়োজক হিসেবে যথাক্রমে ফ্রেঞ্চ আল্পস ও মার্কিন সল্ট লেক সিটির নাম প্রস্তাব করেছে।

পরবর্তী ধাপে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, আগামী ২৬ জুন ভিডিও-সম্মেলনের মাধ্যমে, সংশ্লিষ্ট মতামত সংগ্রহ করবে। যদি দুটি প্রস্তাবিত ভেন্যু সংশ্লিষ্ট সকল শর্ত পূরণ করতে পারে, তাহলে ২২ থেকে ২৪ জুলাই প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪২তম অধিবেশনে, আয়োজক হিসেবে এদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি’র ভবিষ্যতের শীতকালীন অলিম্পিক আয়োজন কমিশন, ফরাসি ও মার্কিন অলিম্পিক কমিটি ও প্রতিবন্ধী অলিম্পিক কমিটির সাথে যোগাযোগ শুরু করে এবং আল্পস ও সল্ট লেক পরিদর্শন করে। কমিশনের প্রস্তাব অনুসারে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি’র নির্বাহী কমিশন এ দু’টি জায়গার নাম পূর্ণাঙ্গ অধিবেশনে সুপারিশ করার সিদ্ধান্ত নেয়।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)