থিয়েনচিনে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স এক্সপো
2024-06-13 19:26:34

জুন ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে চীনের থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স এক্সপো। ২০ থেকে ২৩ জুন এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে বুধবার একটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

যৌথভাবে এক্সপোটির আয়োজন করেছে উত্তর চীনের থিয়েনচিন ও দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপ্যালিটি।

এআই ইভেন্টের লক্ষ্য হলো বুদ্ধিমান প্রযুক্তির ক্ষেত্রে একাডেমিক উদ্ভাবন, প্রদর্শনী, প্রতিযোগিতা এবং বিনিয়োগের প্রচারে বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম তৈরি।

প্রায় ১ লাখ বর্গমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে থাকবে ১০টি ভিন্ন থিম। এআই, ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিক্যাল, বুদ্ধিমান উৎপাদন ব্যবস্থা এবং রোবোটিকসের নানা উদ্ভাবন এতে দেখানো হবে। এ ইভেন্টে একাধিক আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণের কথা রয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া