সুদানে সংঘাত ত্রাণকর্মীদের জীবন বিপন্ন করছে: জাতিসংঘ
2024-06-12 16:13:45

জুন ১২: পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী ফাশার শহর ও এর কাছাকাছি অঞ্চলে চলমান সংঘাত, সেখানে মানবিক কাজে নিয়োজিত ত্রাণকর্মীদের জীবনকে হুমকির মুখে ফেলছে; ত্রাণকাজে এর নেতিবাচক প্রভাবও পড়ছে। জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী বিভাগের সুদান কার্যালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সোমবার দারফুর অঞ্চলে জাতিসংঘের একজন ত্রাণকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত ছয় সপ্তাহে এটি সুদানে ষষ্ঠ মানবিক সহায়তাকর্মী নিহতের ঘটনা।

বিবৃতিতে আরও বলা হয়, সুদানে কর্মরত মানবিক সংগঠনগুলো, দেশটিতে দুর্ভিক্ষের বিস্তার ঠেকাতে ও সবচেয়ে জরুরি মানবিক চাহিদা পূরণের জন্য, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)