যুদ্ধবিরতি প্রস্তাবে প্রতিক্রিয়া জানাল হামাস
2024-06-12 15:38:36

জুন ১২: মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসরের কাছে, সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ। প্রতিক্রিয়ায় দুই গ্রুপ বলেছে, ইসরায়েলকে গাজায় ধারাবাহিক হামলা বন্ধ করতে এবং গোটা গাজা থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) ও ইসলামিক জিহাদ গতকাল (মঙ্গলবার) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।

এদিকে, ইসরায়েলি গণমাধ্যম স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) রাতে, একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ামূলক পাল্টা প্রস্তাব দিয়েছে হামাস, যা ইসরায়েল পেয়েছে। এতে মূল প্রস্তাবে অনেক বেশি সংশোধন আনা হয়। তাই, একে একটি নেতিবাচক প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হবে। 

(অনুপমা/আলিম/ছাই)