চীন জুড়ে পালিত হলো ড্রাগন বোট উৎসব
2024-06-11 17:24:27

জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন স্থানে ড্রাগন নৌকার প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ড্রাগনবোট উৎসব বা  তুয়ান উ চিয়ে। চীনা চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম দিনে এ উৎসব উদযাপিত হয়। এ বছর ১০ জুন দেশজুড়ে পালিত হয় উৎসবটি।

ড্রাগনবোট উৎসবের প্রধান ইভেন্ট হলো ড্রাগন নৌকাবাইচ। দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশের ছিয়ানতোংনান মিয়াও এবং তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের চেনইউয়ান কাউন্টিতে অনুষ্ঠিত হয় জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা।

চিয়াংসু প্রদেশের নানচিং সিটির সুয়ানউ লেকে অনুষ্ঠিত হয় ড্রাগননৌকা ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। কুয়াংতোং প্রদেশের শানথোও সিটির চিনপিং জেলার কোওনান গ্রামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। হুনান প্রদেশের সিয়াংসি থুচিয়া এবং মিয়াও স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ফংহুয়াং টাউনে ড্রাগন নৌকার প্রতিযোগিতা দেখতে ভিড় করেন পর্যটকরা।

হাইনান প্রদেশের ছিয়ংহাই সিটির বোয়াও টাউনশিপের ড্রাগননেীকার প্রতিযোগিতা দেখতে দর্শকরা ভিড় জমান।

শান্তা/ফয়সল