আজ আন্তর্জাতিক সভ্যতা-সংলাপ দিবস
2024-06-10 16:20:40


জুন ১০: আজ (সোমবার) প্রথম আন্তর্জাতিক সভ্যতা-সংলাপ দিবস।

দিবসটিকে সামনে রেখে, জাতিসংঘের উপ-মহাসচিব ও সভ্যতা জোটের উচ্চ প্রতিনিধি গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেন, ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি গৃহীত হয় চীনের উত্থাপিত ‘সভ্যতা-সংলাপ আন্তর্জাতিক দিবস’-এর প্রস্তাব। তিনি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পার্থক্যকে সম্মান করতে এবং মানুষের মর্যাদা রক্ষায় সচেষ্ট হতে, আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বানও জানান। 

বিবৃতিতে তিনি আরও বলেন, সভ্যতার সংলাপ বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়া বাড়াতে সহায়ক। সভ্যতা, সংস্কৃতি, ও ধর্মীয় ক্ষেত্রে বোঝাপড়া ও পারস্পরিক সম্মান নিশ্চিত করতে, জাতিসংঘের সভ্যতা জোট যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার স্বীকৃতি দেওয়ায় চীন ও অন্যান্য দেশের ভূয়সী প্রশংসাও করেন তিনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)