চীন ও ইউরোপের শিল্পপ্রতিষ্ঠানগুলোর একাধিক বিশেষ ফোরাম
2024-06-09 16:34:29

জুন ৯: সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয়, স্পেন, পর্তুগাল ও গ্রিসে, চীনা ও ইউরোপীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ ফোরাম আয়োজন করে।

ফোরামে অংশগ্রহণকারীরা, চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে, সংলাপ ও আলোচনার মাধ্যমে, যথাযথভাবে নিজেদের মধ্যে বিদ্যমান মতভেদ দূর করতে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন কল্যাণ অর্জন করতে আহ্বান জানান।

ইইউ-চায়না চেম্বার অফ কমার্সের এক জরিপ অনুযায়ী, টানা চার বছর ধরে ইউরোপে, চীনা কোম্পানিগুলোর জন্য, ব্যবসার পরিবেশের অবনতি ঘটেছে। এই প্রবণতাকে সংশ্লিষ্ট বিশ্লেষকরা ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করছেন।

চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও সম্প্রতি লিসবনে আয়োজিত চীনা প্রতিষ্ঠানগুলোর এক গোলটেবিল সভায় বলেন, ন্যায্য প্রতিযোগিতার বিষয়ে বিশ্বের সকল দেশ একমত এবং এটি আন্তর্জাতিক বিনিময়ের ভিত্তি। চীন সহযোগিতা ও অভিন্ন কল্যাণের পক্ষে, তবে প্রতিযোগিতাকে ভয় পায় না। (ছাই/আলিম/ওয়াং হাইমান)