লাসায় স্লিং ফ্লাইট পরীক্ষায় উত্তীর্ণ চীনের তৈরি নতুন হেলিকপ্টার
2024-06-08 16:36:57

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক : দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসাতে একটি বড় মালভূমি স্লিং-লোড ফ্লাইট পরীক্ষা সফলভাবে শেষ করেছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিভিল হেলিকপ্টার এসি৩১১এ (AC311A)। শনিবার এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এই তথ্য নিশ্চিত করেছে। 

চীনের শীর্ষস্থানীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এভিআইসি আরও জানিয়েছে, সম্প্রতি লাসায় হেলিকপ্টারটি একটি সাধারণ বিমানবন্দরে ৩ হাজার ৬৮০মিটার উচ্চতায় ৩২৫ কেজি ওজনের মালবাহী স্লিং-লোড অপারেশন ফ্লাইট পরীক্ষা করেছে।

ভার উত্তোলনের আগে আরোহণ, পরিবর্তন, লেভেল ফ্লাইট , গ্লাইডিং এবং নিরাপদে অবতরণের জন্য এসি৩১১এ মসৃণভাবে ফ্লাইট পরীক্ষা কার্যক্রমের একটি সিরিজ পরিচালনা করে।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিজিটিএন