দক্ষিণ চীন সাগরে বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য: আনোয়ার ইব্রাহিম
2024-06-08 16:53:37

জুন ৮: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি সম্প্রতি ৩৭তম এশিয়া-প্যাসিফিক গোলটেবিল বৈঠক চলাকালে, ফিলিপিন্সের এক প্রতিনিধির সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে, এ কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে বাইরের শক্তির হস্তক্ষেপ, এখানকার পরিস্থিতি বরং আরও জটিল করে তুলছে। দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে আসিয়ানভুক্ত দেশগুলো ও চীন যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালে আসিয়ানের পালাক্রমিক সভাপতিরাষ্ট্রের দায়িত্ব পালন করবে মালয়েশিয়া। 

(অনুপমা/আলিম/ছাই)