বিশ্বব্যাপী চাহিদার শীর্ষে চীনের পরিবেশবান্ধব স্মার্ট পণ্য
2024-06-08 16:48:11

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী বেড়েই চলেছে চীনের পরিবেশবান্ধব, হাই-এন্ড এবং স্মার্ট পণ্যের চাহিদা। চলতি বছরের প্রথম পাঁচ মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে এসব পণ্যের রপ্তানি।
শুক্রবার দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত প্রথম পাঁচ মাসের বাণিজ্য সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুল্ক বিভাগের পরিসংখ্যান দেখা গেছে, এই বছরের প্রথম পাঁচ মাসে পরিবেশবান্ধব স্মার্ট পণ্যের রফতানি ছিল ৯ দশমিক ৯৫ ট্রিলিয়ন ইউয়ান (১.৩৭ ট্রিলিয়ন মার্কিন ডলার), যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেশি। দেশটির তৈরি জাহাজ, বৈদ্যুতিক যানবাহন এবং গৃহস্থালি সরঞ্জামের রফতানি তুলনামূলকভাবে বেড়েছে।
চীনা রফতানিকারকরা বিদেশি বাজারে উচ্চমানের, উন্নত স্মার্ট পণ্য সরবরাহে খ্যাতি গড়ে তুলেছে, যা তাদের রফতানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।
পূর্ব চীনের শানতোং প্রদেশের একটি মাসাজ চেয়ার নির্মাতা প্রতিষ্ঠানের ম্যানেজার খাং চে বলেন, আমাদের পণ্য ৫০টিরও বেশি দেশ এবং অঞ্চলে রফতানি করা হয়, যার মধ্যে দক্ষিণ কোরিয়া, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া রয়েছে। এই বছরের প্রথম পাঁচ মাসে ১৮ কোটি ইউয়ানের (প্রায় ২৫ মিলিয়ন ডলার) পণ্য রফতানি করেছি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।
স্বয়ংক্রিয়, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্মার্ট হুইলচেয়ার প্রস্তুতকারক চিয়াংসু প্রদেশের আরেকটি কোম্পানিরও অর্ডারের সংখ্যা বেড়েছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত চালানের পরিমাণ ২৩৫ শতাংশ এবং বিক্রয় রাজস্ব ২৫১ শতাংশ বেড়েছে।

শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি