প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর সাক্ষাত্
2024-06-07 19:38:58

জুন ৭: আজ (শুক্রবার) বিকালে বেইজিংয়ে গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাক্ষাত করেছেন।

এসময় জনাব সি চিন পিং বলেন, চীন ও পাকিস্তান ভালো প্রতিবেশী ও ভালো বন্ধু। দু’দেশ পারস্পরিক সমর্থন, কৌশলগত সমন্বয় বৃদ্ধি, নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন কল্যাণের কমিউনিটি গঠন এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে বিশাল অবদান রাখতে চায়।

জনাব সি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান চীনের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘসময় ধরে চীনকে সমর্থন করে, চীন এজন্য ধন্যবাদ জানায়। চীন বরাবরের মত দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের চেষ্টাকে সমর্থন করবে। চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং পাকিস্তানের উন্নয়ন পরিকল্পনা সংযুক্ত করা, কৃষি, সমাজসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেগবান করা, চীন-পাক অর্থনৈতিক করিডোরের নির্মাণ জোরদার করা এবং পাকিস্তানের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে সাহায্য করতে চায়। চীন আশা করে, পাকিস্তান অব্যাহতভাবে নিরাপদ, স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করবে এবং পাকিস্তানে চীনা নাগরিক, প্রকল্প ও সংস্থার নিরাপত্তা যথাযথভাবে রক্ষা করবে।

 

জনাব শাহবাজ শরিফ বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে দারিদ্র্যবিমোচন, দুর্নীতিদমন ও উন্নয়নে চীন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সি চিন পিংয়ের উত্থাপিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ, বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক সভ্যতা উদ্যোগ বর্তমান বিশ্বের নানা সমস্যা সমাধান করতে পারে। পাকিস্তান দৃঢ়ভাবে চীনের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হবে। পাকিস্তান দৃঢ়ভাবে একচীন নীতি মেনে চলবে, তাইওয়ান, সিচাং, সিনচিয়াং এবং দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন বিষয়ে চীনকে সমর্থন করে পাকিস্তান।

(শুয়েই/তৌহিদ/আকাশ)