ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল স্লোভেনিয়া
2024-06-05 14:07:27

জুন ৫: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল স্লোভেনিয়া। গতকাল (মঙ্গলবার) দেশটির জাতীয় পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়।

প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নেন পরিষদের ৯০ জন সদস্যের মধ্যে ৫৩ জন। তাদের মধ্যে ৫২ জন্য পক্ষে ভোট দেন; কেউ বিপক্ষে ভোট দেননি।

ভোটের আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তানজা ফাজন বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাব মেনে চলা একটি দেশের আন্তর্জাতিক পরিচিতি উন্নত করার পাশাপাশি, ইসরায়েল ও হামাসকে শান্তির পথে চলতে পরোক্ষভাবে চাপ দিল।

উল্লেখ্য, গত ৯ মে স্লোভেনিয়ার সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে। (প্রেমা/আলিম/রুবি)