তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের উচিত সঠিক মনোভাব পোষণ করা
2024-06-03 19:08:31

জুন ৩: তাইওয়ান ইস্যু ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের ক্রমাগত ভুল মন্তব্যের প্রতিক্রিয়ায়, দক্ষিণ কোরিয়ায় চীনা দূতাবাসের মুখপাত্র কঠোর অবস্থান ব্যাখ্যা করেছেন।

 

সম্প্রতি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান যথাক্রমে উপ-পররাষ্ট্রমন্ত্রী বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রী বৈঠক আয়োজন করেছে। যা তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারের হস্তক্ষেপ করেছে এবং চীনের সার্বভৌমত্ব ও কেন্দ্রীয় স্বার্থে আঘাত করেছে। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো বাইরের শক্তি এতে হস্তক্ষেপ করতে পারবে না। সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় চীনা জনগণের দৃঢ় সংকল্পকে কেউ অবমূল্যায়ন করতে পারবে না।

 

দক্ষিণ চীন সাগর দ্বীপপুঞ্জের উপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে এবং প্রাসঙ্গিক সামুদ্রিক এলাকায় সার্বভৌম অধিকার ও এখতিয়ার রয়েছে। এর পুরোপুরি ঐতিহাসিক ও আইনগত প্রমাণ আছে। চীন দৃঢ়ভাবে নিজের সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষা করবে, সংশ্লিষ্ট দেশের সঙ্গে ইতিহাসকে সম্মান জানানোর ভিত্তিতে আলোচনার মাধ্যমে মতভেদ দূর করবে। দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ইস্যু-সংশ্লিষ্ট দেশ নয় এবং চীনের সমস্যায় তাদের জড়িত থাকা উচিত নয়।

(শুয়েই/তৌহিদ/আকাশ)