চীনের প্রতিরক্ষানীতি ও ধারণায় উন্মুক্ত ও সহনশীলতা প্রতিফলিত: প্রতিরক্ষামন্ত্রী
2024-06-02 20:14:21


জুন ২: আজ (রোববার) চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন শাংরি-লা সংলাপে দেওয়া এক ভাষণে বলেছেন, চীনের প্রতিরক্ষানীতি ও ধারণায় উন্মুক্ত ও সহনশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 


তিনি জানান, চীনা সশস্ত্রবাহিনী সবসময় উন্মুক্ত ও সহযোগিতার নীতি মেনে চলে। যা বিশ্বের দেড় শতাধিক দেশের সঙ্গে ব্যাপকভাবে সামরিক বিনিময় করে এবং সবসময় উভয়ের জয় ও অভিন্ন অগ্রগতিকে গুরুত্ব দেয়।


চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশের সশস্ত্রবাহিনীর সম্পর্কের স্থিতিশীলতা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত। চীনের অবস্থান সবসময় এক ও সুস্পষ্ট; তা হলো বিনিময় ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া। তবে তাতে দু’পক্ষের অভিন্ন প্রচেষ্টা চালানো দরকার।


বহুপক্ষীয় নিরাপত্তা সহযোগিতায় দরজা উন্মুক্ত করে শান্তি বাস্তবায়ন ও বজায় রাখার আহ্বান জানায় চীন। চীন আরও উন্মুক্ত মনোভাবে এতদাঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সমতা, পরস্পারিক আস্থা, সহযোগিতা ও উভয়ের জয়ের নতুন নিরাপত্তা অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।

(আকাশ/তোহিদ/ফেইফেই)