ফিলিপিন্সকে চীনা বিশেষজ্ঞ ৪টি প্রশ্ন করেছেন
2024-06-01 22:53:14

জুন ১: গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ২১তম শাংরিলা সংলাপে অংশগ্রহণকারী চীনা বিশেষজ্ঞ এক সংবাদ সম্মেলনে, চীনা সামরিক বিজ্ঞান একাডেমির সাবেক উপপ্রধান হ্য লেই ফিলিপিন্স পক্ষকে ৪টি প্রশ্ন করেছেন। 


তিনি জানতে চেয়েছেন, নীতিমালা লঙ্ঘন করেছে কে? 


হ্য লেই বলেন, ফিলিপিন্স অভিযোগ করেছে যে, প্রতিবেশী দেশ আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্ট করেছে। তবে, আসলে দক্ষিণ চীন সাগরে কে নীতিমালা লঙ্ঘন করছে, তা জানা উচিত।


তিনি জানতে চেয়েছেন, কে সমস্যা সৃষ্টি করছে? 


তিনি বলেন, ফিলিপিন্সের আগের সরকার ক্ষমতার ৬ বছরে, দক্ষিণ চীন সাগরে যে দ্বীপগুলো ও সাগর অঞ্চলে ফিলিপিন্স ও চীনের সঙ্গে মতভেদ রয়েছে, এসব অঞ্চলে স্থিতিশীলতা বজায় রেখেছিল। তবে বর্তমান ফিলিপিন্স সরকার রেন আই রিফ ও হুয়াং ইয়ান দ্বীপে ঘনঘন সমস্যা তৈরি করেছে। 


তিনি প্রশ্ন করেন, কে আসিয়ানের বাইরে আলাদাভাবে ‘ছোট জোট’ সৃষ্টি করেছে?


তিনি জানান, ফিলিপিন্স পক্ষের অংশগ্রহণকারী ভাষণ দেওয়ার সময় আসিয়ান কেন্দ্রিক অবস্থান রক্ষা করার কথা বলেছেন। তবে, কেন ফিলিপিন্স আসিয়ান ত্যাগ করে  যুক্তরাষ্ট্র-ফিলিপিন্স-জাপান-অস্ট্রেলিয়ার ছোট জোট সৃষ্টি করেছে এবং মার্কিন-ফিলিপিন্সের সামরিক জোট শক্তিশালী করেছে?


চীনা বিশেষজ্ঞ জানতে চান, দক্ষিণ চীন সাগরের মতভেদ সমাধান ও এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দক্ষিণ চীন সাগরের সংশ্লিষ্ট দেশগুলো ও আসিয়ানের ওপর নির্ভর করা উচিত? নাকি এ অঞ্চলের বাইরের দেশের ওপর নির্ভর করা উচিত? 


দক্ষিণ চীন সাগর অঞ্চলের বাইরের দেশগুলোকে দক্ষিণ চীন সাগরের সমস্যায় হস্তক্ষেপ করার বিষয়ে দৃঢ় বিরোধিতা করেন চীনা বিশেষজ্ঞ।

 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)