মে মাসে চীনের উৎপাদন পিএমআই ছিল ৪৯.৫ শতাংশ
2024-05-31 16:25:26

মে ৩১: ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের সার্ভিস ইন্ডাস্ট্রি সার্ভে সেন্টার এবং চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের যৌথ উদ্যোগে আজ (শুক্রবার) প্রকাশিত তথ্যে দেখা যায়, মে মাসে, চীনের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার ইনডেক্স বা পিএমআই ছিল ৪৯.৫ শতাংশ এবং যা আগের মাসের তুলনায় ০.৯ শতাংশ কমেছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সার্ভিস ইন্ডাস্ট্রি সেন্টারের সিনিয়র পরিসংখ্যানবিদ চাও ছিংহ্য বলেন, ব্যবসায়িক আস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। উৎপাদন এবং অপারেটিং কার্যক্রমের প্রত্যাশা সূচক হল ৫৪.৩ শতাংশ, চলতি বছরে যা বরাবরই ৫৪.০ শতাংশ এবং তার উপরের স্তরে রয়ে গেছে। এ থেকে প্রমাণিত হয় যে, বাজারের উন্নয়ন নিয়ে উত্পাদনকারী সংস্থাগুলোর প্রত্যাশা সাধারণভাবে স্থিতিশীল হচ্ছে।

(লিলী/হাশিম/স্বর্ণা)