পাকিস্তানের প্রধানমন্ত্রীর চীন সফরে সম্পর্কের বৃহত্তর উন্নয়ন হবে: চীনা মুখপাত্র
2024-05-31 19:28:13

মে ৩১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ৪ থেকে ৮ জুন চীনে রাষ্ট্রীয় সফর করবেন।

মাও নিং বলেন, এ সফরে চীন-পাকিস্তান সর্বকালিন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের বৃহত্তর উন্নয়ন হবে এবং নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাকিস্তান অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনে নতুন অগ্রগতি অর্জিত হবে।

চলতি বছরে পাকিস্তানের নতুন সরকার প্রতিষ্ঠার পর এই সফর প্রধানমন্ত্রী শাহবাজের প্রথম চীন সফর। খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজের চীন সফরের সময়, প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি তার সাথে সাক্ষাৎ করবেন এবং আলোচনা করবেন। দু’পক্ষ চীন-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যতের উন্নয়নের জন্য যৌথভাবে পরিকল্পনা তৈরি করবে। প্রধানমন্ত্রী শাহবাজ বেইজিং ছাড়াও কুয়াংতোং ও শানসি সফর করবেন।

(স্বর্ণা/হাশিম/লিলি)