কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে চীন ও মালয়েশিয়ার নেতাদের অভিনন্দন বার্তা
2024-05-31 16:36:07

মে ৩১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ (শুক্রবার) দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর উপলক্ষ্যে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, চীন ও মালয়েশিয়া দীর্ঘসময়ের প্রতিবেশী ও ভালো বন্ধু। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করে, অকপট আচরণ করে, একসঙ্গে উন্নয়নের জন্য চেষ্টা করে। চীন-মালয়েশিয়া সম্পর্ক আঞ্চলিক সম্পর্কের শীর্ষস্থানে রয়েছে। ২০২৩ সালে দু’দেশের নেতারা চীন-মালয়েশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে, দু’দেশের সম্পর্ক ঐতিহাসিক উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট সি বলেন, তিনি প্রধানমন্ত্রী ইব্রাহিমের সঙ্গে চীন-মালয়েশিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে চান, যাতে দু’দেশের জনগণের কল্যাণ হয়, আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য আরও বেশি অবদান রাখা যায় এবং চীন-মালয়েশিয়া সম্পর্কের পরবর্তী ৫০ বছরের সমৃদ্ধি তৈরি করবে।

ইব্রাহিম বলেন,  কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর ধরে মালয়েশিয়া ও চীন সবসময় পরস্পরকে আস্থা ও সম্মান করে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নতুন অগ্রগতি অর্জন করতে থাকে। ২০১৩ সালে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর দু’দেশ অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা গভীরতর ও সম্প্রসারিত হয়েছে। মালয়েশিয়া, চীনের সঙ্গে দু’দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য অব্যাহতভাবে চেষ্টা করতে চায়।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)