২০২৪ সালের শক্তিশালী সংস্কৃতির দেশ গঠনে শীর্ষ ফোরাম অনুষ্ঠিত
2024-05-24 14:27:58


মে ২৪: ২০২৪ সালের শক্তিশালী সংস্কৃতির দেশ গঠনের শীর্ষ ফোরাম গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক মন্ত্রী লি শু লেই তাতে মূল ভাষণ দিয়েছেন।

 

সভায় অতিথিরা মনে করেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারা নতুন যুগে সাংস্কৃতিক গঠনকাজে বাস্তব অভিজ্ঞতার একটি তাত্ত্বিক সংক্ষিপ্তসার। এটি চীনা জাতির সাংস্কৃতিক বিষয় এবং সাংস্কৃতিক আস্থার একটি গভীর অভিব্যক্তি, শক্তিশালী আদর্শিক অস্ত্র এবং বৈজ্ঞানিক কর্মকাণ্ড। নতুন যুগের আদর্শিক ও সাংস্কৃতিক কাজ এবং নতুন পথপ্রদর্শন করে। প্রচারের মতাদর্শগত ও সাংস্কৃতিক ফ্রন্টকে অবশ্যই দায়িত্ববোধ এবং লক্ষ্য উন্নত করতে হবে, নতুন যুগে চীনের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক ব্যানার উঁচু করে ধরতে হবে, নতুন সাংস্কৃতিক মিশন কাঁধে নিতে হবে এবং ক্রমাগত নতুন পরিস্থিতি তৈরি করে নতুন যুগের সাংস্কৃতিক নির্মাণ এগিয়ে নিতে হবে।

 এই ফোরামের প্রতিপাদ্য হল "চীনা-শৈলীর আধুনিকায়ন এবং নতুন সাংস্কৃতিক মিশন।" এটি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক বিভাগ আয়োজন করেছে।

(রুবি/তৌহিদ/প্রেমা)