চীন-ইউরোপ মালবাহী ট্রেন (ইউ-মাদ্রিদ)-এর দশ বছর
2024-05-10 18:54:58

মে ১০: গত ৮ মে চীন-ইউরোপ মালবাহী ট্রেন (ইউ-মাদ্রিদ)-এর দশ বছর পূর্ণ হয়। এদিন স্পেনের রাজধানী মাদ্রিদের অ্যাব্রোনিগাল স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন গন্তব্যের লক্ষ্যে ছেড়ে যায়।

বিশেষ ট্রেনটি ৭০টি স্ট্যান্ডার্ড কন্টেইনারে অটো পার্টস, রেড ওয়াইন এবং অন্যান্য পণ্য বহন করছে। এটি ফ্রান্স, কাজাখস্তান এবং অন্যান্য দেশের মধ্য দিয়ে যাবে এবং মে মাসের শেষ দিয়ে চীনের চেচিয়াং প্রদেশের ইউ শহরে পৌঁছাবে। ট্রেনের যাত্রাপথের দৈর্ঘ্য মোট ১৩০৫২ কিলোমিটার।

স্পেনের অর্থনীতি, বাণিজ্য ও এন্টারপ্রাইজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ অধিদপ্তরের পরিচালক অ্যালিসিয়া ভারেলা ট্রেনের প্রস্থান অনুষ্ঠানে বলেন, ২০২৩ সালে স্পেন চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস (ইউ-মাদ্রিদ)-এর মাধ্যমে মোট ৩৯ মিলিয়ন ইউরোর পণ্য রপ্তানি করেছে এবং ৪৮ মিলিয়ন ইউরো মূল্যের পণ্য আমদানি করেছে। তিনি আরও বলেন, এই ট্রেনটি শুধু দুটি দেশ ও দুটি অঞ্চলকে রেলপথের মাধ্যমে সংযুক্ত করেনি, এটি চীন ও স্পেনের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বের প্রতীকও বটে।

উল্লেখ্য, প্রথম চীন-ইউরোপ মালবাহী ট্রেন (ইউ-মাদ্রিদ) ২০১৪ সালের ১৮ নভেম্বর ইউ থেকে ছেড়েছিল। (স্বর্ণা/আলিম/লিলি)