চীনের শীর্ষ গাড়ির বাজার এখন রাশিয়া
2024-05-17 17:19:24

মে ১৭, সিএমজি বাংলা ডেস্ক: গতবছর রাশিয়াই ছিল চীনের গাড়ি রপ্তানির শীর্ষ বাজার। সম্প্রতি চায়না অ্যাসোসিয়েশন অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স জানাল এ তথ্য।

গত বছর, চীন রাশিয়ায় ৯ লাখ নান ধরনের যানবাহন রপ্তানি করেছে। যা চীনের মোট গাড়ি রপ্তানির ১৭ শতাংশ এবং দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোয় পাঠানো গাড়ির সংখ্যার দ্বিগুণ।

ইউক্রেন সংকট শুরুর পর থেকে অনেক পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় চীনা গাড়ির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনা গাড়ি নির্মাতারা ২০২৩ সালে রাশিয়ায় রেকর্ড পরিমাণ ৫ লাখ ৫৩ হাজার গাড়ি বিক্রি করেছে।

রাশিয়ার একটি সরকারি সমীক্ষায় দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ রাশিয়ান চীনা অটোমোবাইলকে অন্য দেশের গাড়ির উপযুক্ত বিকল্প হিসেবে ভাবছে।

জরিপে প্রায় ৬০ শতাংশ রুশ মনে করেন চীনা গাড়ির গুণগত মান বেড়েছে।

ফয়সল/শান্তা