কাজ পাচ্ছেন মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা
2024-05-17 17:16:25

মে ১৭, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরের আমিটি বেকারি। এখানে সুস্বাদু রুটি ও পেস্ট্রি বেশ জনপ্রিয়। পাশাপাশি এর আরও একটি পরিচিতি রয়েছে। এই প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি।

প্রতিষ্ঠানটির কর্মশক্তির দুই তৃতীয়াংশ মানসিক প্রতিবন্ধী। এখানকার নিবেদিতপ্রাণ কর্মীদের একজন ফুফু। ৪৪ বছর বয়সী ফু ফুর বুদ্ধি দশ বছরের শিশুর সমান। ফু ফু অ্যামিটি বেকারির "তারকা কর্মচারী" হয়ে উঠেছেন। এখানে তার প্রাথমিক দায়িত্বগুলোর মধ্যে রয়েছে গ্রাহকদের কাছে পণ্য উপস্থাপন করা, রুটি প্যাকেজ করা এবং খাবারের তাক গুছানো।

ফু ফু জানান, প্রথম যখন তিনি কাজে যোগ দেন তখন ভীষণ লাজুক ছিলেন। কথা বলতে ভয় পেতেন। কিন্তু এখন তার আত্মবিশ্বাস বেড়েছে। তিনি ক্রেতাদের সঙ্গে কথা বলা উপভোগ করেন। ক্রেতারা যখন তাকে ‘ফু বস’ বলে ডাকে তখন তার খুব ভালো লাগে। ফু বলেন, ‘এ বছর আমি স্যান্ডউইচ ও কফি তৈরি করা শিখব। আশাকরি ভালোভাবে কাজ করতে পারলে আমার যথেষ্ট অর্থ উপার্জন হবে। তখন আমি মাকে নিয়ে বেড়াতে যাবো।’

২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, অ্যামিটি বেকারি প্রায় ১০০ জন বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিকে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং আশ্রয় প্রদান করেছে। পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে, এই ব্যক্তিরা মৌলিক কাজের দক্ষতা অর্জন করেছেন, যা তাদেরকে সমানভাবে কর্মশক্তিতে অংশগ্রহণ করতে সক্ষম করে তুলেছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্যারিয়ার বিকাশের দিকে ক্রমবর্ধমান মনোযোগ দেয়া হচ্ছে। সমাজের বিভিন্ন ক্ষেত্র তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে, এই ধরনের আরও লোককে সমাজে একীভূত হতে সাহায্য করেছে।

শান্তা/ফয়সল