বিশ্বে শক্ত অবস্থানে চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা
2024-05-17 17:20:42

মে ১৭, সিএমজি বাংলা ডেস্ক: ভিনদেশের বাজারে ক্রমাগত শক্তিশালী হচ্ছে ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিন তথা টিসিএম-এর উপস্থিতি। চীনের বৈজ্ঞানিক অগ্রগতি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির কারণেই বাড়ছে এ বাজার। সম্প্রতি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন সংক্রান্ত চীনের জাতীয় প্রশাসন জানাল এ তথ্য।

 

সাম্প্রতিক বছরগুলোতে চীনে এ ধরনের গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত চীনে সাতটি টিসিএম জাতীয় পরীক্ষাগার, দুটি টিসিএম জাতীয় ক্লিনিকাল গবেষণা কেন্দ্র এবং ৪৬টি টিসিএম ‘ইনহেরিট্যান্স ও ইনোভেশন’ কেন্দ্র রয়েছে।

 

এগুলোর মধ্যে, চায়না একাডেমি অব চাইনিজ মেডিকেল সায়েন্সেসের প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল মেডিসিন ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি, ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইসিটিআরপি তথা আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রি প্ল্যাটফর্ম-এর প্রাথমিক রেজিস্ট্রি নেটওয়ার্কের সদস্য হয়েছে।

 

প্রশাসন জানিয়েছে, টিসিএম এখন ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। চীন ৪০টিরও বেশি বিদেশি সরকার, আঞ্চলিক কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে টিসিএম-এর একটি নেটওয়ার্ক রয়েছে।

 

এই প্রচেষ্টার আওতায় চীন দেশের বাইরে ৩০টি উচ্চমানের টিসিএম কেন্দ্র স্থাপন করেছে। ১৬টি মুক্তবাণিজ্য চুক্তিতেও টিসিএম অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

ফয়সল/শান্তা