এপ্রিলে চীনের শিল্প উৎপাদন বেড়েছে ৬.৭ শতাংশ
2024-05-17 17:21:39

মে ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক হলো মূল্য সংযোজন শিল্প উৎপাদন। গতবছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে যা ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। শুক্রবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানাল এ তথ্য।

ব্যুরোর মুখপাত্র লিউ আইহুয়া সংবাদ সম্মেলনে বলেছেন, মূল্য সংযোজন শিল্প গত মার্চের চেয়ে ২.২ শতাংশ পয়েন্ট বেড়েছে।

জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, শিল্প উৎপাদন বেড়েছে তার আগের বছরের চেয়ে ৬.৩ শতাংশ। যা জানুয়ারি থেকে মার্চের তুলনায় দশমিক ২ শতাংশ পয়েন্ট বেশি।

এ শিল্প উৎপাদনের সূচক নির্ণয়ের ক্ষেত্রে বছরে কমপক্ষে ২ কোটি ইউয়ান আয় আছে এমন প্রতিষ্ঠানকেই বিবেচনা করা হয়।

ফয়সল/শান্তা