আবারও মিশুস্তিনকেই প্রধানমন্ত্রী মনোনীত করলেন পুতিন
2024-05-10 18:55:37

মে ১০: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বর্তমানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্তিনকেই, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। রুশ সংসদের নিম্নকক্ষের চেয়ারম্যান আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

রুশ সংবিধান অনুসারে, এ মনোনয়নকে অবশ্যই সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। শুক্রবার থেকেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর প্রার্থীতা নিয়ে সংসদে আলোচনা শুরু হবার কথা।

এর আগে গত ৭ মে ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে আবারও দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুসারে, এর পর রাশিয়ার আগের সরকার পদত্যাগ করে। তবে, প্রধানমন্ত্রী মিশুস্তিন ভারপ্রাপ্ত সরকারপ্রধান থেকে যান।

উল্লেখ্য, ৫৮ বছর বয়সী মিশুস্তিন ২০২০ সালের জানুয়ারি থেকে রুশ ফেডারেশনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। (স্বর্ণা/আলিম/লিলি)