নতুন যুগে চীন-সার্বিয়া অভিন্ন কল্যাণের সমাজ গঠনের ৬টি পদক্ষেপ ঘোষিত
2024-05-08 20:33:21

মে ৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সি চিন পিং নতুন যুগে চীন-সার্বিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার ৬টি পদক্ষেপ ঘোষণা করেছেন।

পদক্ষেপগুলো হল: প্রথমত, দু’পক্ষ চীন-সার্বিয়া অবাধ বাণিজ্য চুক্তি পয়লা জুন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

দ্বিতীয়ত, চীন সার্বিয়াকে ২০২৭ প্রফেশনাল ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে সমর্থন করে। এক্সপোতে প্রতিনিধিদল পাঠাবে এবং চীনা কোম্পানিগুলোকে সংশ্লিষ্ট নির্মাণ প্রকল্পে অংশগ্রহণে উত্সাহিত করবে।

তৃতীয়ত, চীন সার্বীয় বৈশিষ্ট্যময় উচ্চ মানের কৃষিপণ্য আমদানি সম্প্রসারণ করতে ইচ্ছুক।

চতুর্থত, চীন আগামী ৩ বছরে ৫০জন তরুণ সার্বিয়ান বিজ্ঞানীকে চীনে বৈজ্ঞানিক গবেষণা বিনিময় করার সুযোগ দেবে।

পঞ্চমত, চীন আগামী ৩ বছরে ৩০০জন সার্বিয়ান কিশোর-কিশোরীকে চীনে অধ্যয়নে আমন্ত্রণ জানাবে।

ষষ্ঠত, বেলগ্রেড থেকে শাংহাই পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করতে স্বাগত জানায় চীন। চীন দু’দেশের বিমান পরিবহন কোম্পানিকে বেলগ্রেড-কুয়াংচৌ পর্যন্ত সরাসরি বিমান চালু করতে উত্সাহিত করে।

(তুহিনা/তৌহিদ)