চীন-সার্বিয়া সম্পর্ক আরও উজ্জ্বল করতে চায় চীন: সি চিন পিং
2024-05-08 20:41:02

মে ৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ স্থানীয় সময় আজ (বুধবার) দুপুরে বেলগ্রেডের সার্বিয়ান ভবনে  বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন।

এতে সি চিন পিং বলেন, চীন ও সার্বিয়ার বন্ধুত্ব বিশ্ব শান্তি ও উন্নয়ন রক্ষার মহান সংগ্রামে রক্ত ও জীবনের বিনিময়ে তৈরি হয়েছিল।  ভবিষ্যতে নতুন যুগে চীন ও সার্বিয়ার অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা হলো দু’পক্ষের কৌশলগত সিদ্ধান্ত। যার লক্ষ্য- সুন্দর জীবনের প্রতি দু’দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং এর ভিত্তি ও চালিকাশক্তি দু’দেশের জনগণের দৃঢ় সমর্থন ও ব্যাপক অংশগ্রহণ থেকে উত্সারিত। চীন সার্বিয়ার সঙ্গে হাতে হাত রেখে চীন-সার্বিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং দু’দেশের সম্পর্ক আরো উজ্জ্বল করতে চায়।

(তুহিনা/তৌহিদ)