সার্বিয়ার প্রেসিডেন্টের স্বাগত ভোজসভায় সি চিন পিং
2024-05-08 23:57:06

মে ৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং ফার্স্ট লেডি মাদাম ফেং লি ইউয়ান আজ (বুধবার) বেলগ্রেডের সার্বিয়ান ভবনে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ ও তার স্ত্রী’র আয়োজিত স্বাগত ভোজসভায় অংশ নিয়েছেন।

ভোজসভায় সি চিন পিং বলেন, হাজার হাজার বছর ধরে ইউরেশিয়ার বৈচিত্র্যময় সভ্যতা সার্বিয়ায় মিশেছে এবং সার্বিয়ান জাতির পরিশ্রমী, সদয় ও অদম্য চরিত্র তৈরি করেছে। প্রেসিডেন্ট ভুচিচের নেতৃত্বে সার্বিয়া আর্থ-সামাজিক নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, জাতীয় আত্মবিশ্বাস ও গর্ব উন্নত হচ্ছে এবং দেশের উন্নয়ন ও জাতীয় পুনরুজ্জীবনের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।

তিনি বলেন, সার্বিয়া সম্পর্কে চীনা জনগণের বিশেষ অনুভূতি রয়েছে।  যুগোস্লাভের চলচ্চিত্র ‘সেতু’, গান ‘বিদায় বন্ধু’ চীনে ব্যাপক জনপ্রিয়; জোকোভিচ, জোকিক কুস্তুরিকা প্রমুখ সার্বিয়ান ক্রীড়া ও সাংস্কৃতিক বিখ্যাত ব্যক্তিবর্গ চীনে সুপরিচিত।  চীন ও সার্বিয়া যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অনেক সুফল অর্জন করেছে; এসবই মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার বাস্তব কর্ম। আজ চীন-সার্বিয়া সম্পর্ক নতুন সূচনায় দাঁড়িয়েছে, মূল্যবান সুযোগ ও উজ্জ্বল ভবিষ্যতের সম্মুখীন হচ্ছে। চীন সার্বিয়ার জনগণের সঙ্গে নতুন যুগে চীন-সার্বিয়া অভিন্ন কল্যাণের সমাজ গঠনের জন্য চেষ্টা করতে চায়।

(তুহিনা/তৌহিদ)