গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’
2024-05-05 19:11:54

মে ৫: গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের প্রতিনিধিদল গতকাল (শনিবার) কায়রোতে মিশরের সঙ্গে আলোচনা করেছে। এতে অনেক বিষয়ে তারা একমত হয়েছেন এবং আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। মিশরীয় গণমাধ্যম সেদিন এ খবর প্রকাশ করে।

তবে, ইসরায়েল সেদিন জানিয়েছে যে, এখনও তারা সম্ভাব্য চুক্তিটি পায়নি এবং সংঘর্ষ বন্ধ করে বন্দিদের মুক্তি দেওয়ার কোনো শর্তে ‘কোনো অবস্থায় সম্মত হবে না’। অস্থায়ী যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামাসের অবশিষ্ট বাহিনীকে ধ্বংস করবে বলে জানায় দেশটি।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)