চীন ও ফ্রান্সের সভ্যতা বিনিময় সংক্রান্ত ‘প্যারিস সংলাপ’ অনুষ্ঠিত
2024-05-05 18:14:43

মে ৫: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য গবেষণালয়ের বৈজ্ঞানিক গবেষণা বিভাগ এবং সিনহুয়া বার্তা সংস্থা গবেষণালয়ের যৌথ উদ্যোগে ‘রেড হল ফোরাম, প্যারিস সংলাপ: চীন ও ফ্রান্সের সভ্যতা বিনিময় ও পারস্পরিক শিক্ষণ এবং আধুনিকায়ন উন্নয়ন পথ’ শীর্ষক ফোরাম প্যারিসে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। চীন ও ফ্রান্সের রাষ্ট্রীয়  গবেষণা কেন্দ্র, প্যারিস প্রথম বিশ্ববিদ্যালয়, ফ্রান্স ও চীনের সাংস্কৃতিক সমিতি এবং ফরাসি সংহতি ও প্রগতি দলসহ বিভিন্ন সংস্থার ৩০ জনেরও বেশি পণ্ডিত এবারের সংলাপে অংশ নেন।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য গবেষণালযের প্রধান এবং কেন্দ্রীয় অনুবাদ ব্যুরোর মহাপরিচালক চি চেং চু বলেন, এ বছর চীন ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। চীন ও ফ্রান্স দেশ দুটি নিজনিজ আধুনিকায়ন পথ খুঁজে বের করার জন্য কঠোর অনুসন্ধান চালিয়েছে। নিজের দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ পথ গ্রহণ করলেই, কেবল স্থিতিশীলভাবে আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

চীন ও ফ্রান্সের থিঙ্কট্যাঙ্কের উচিত অব্যাহতভাবে পারস্পরিক যোগাযোগ জোরদার করে আধুনিকায়ন উন্নয়ন অভিজ্ঞতা গবেষণা ও আলোচনা করা, যাতে অব্যাহতভাবে দু’দেশের সভ্যতা বিনিময় ও পারস্পরিক শিক্ষণকে এগিয়ে নেয়া যায়।

ফরাসী পণ্ডিতগণ পৃথক পৃথকভাবে জানিয়েছেন যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এবারের ফ্রান্স সফরের প্রত্যাশায় রয়েছেন তাঁরা। ফরাসী সংহতি ও প্রগতি দলের চেয়ারম্যান মনে করেন, চীনা জাতির চমত্কার ঐতিহ্যবাহী সংস্কৃতি ফরাসি ইতিহাসে রাজনৈতিক চিন্তার জন্য অনুপ্রেরণা সরবরাহ করেছে।

 (ওয়াং হাইমান/হাশিম/স্বর্ণা)