জাপানে শিশু সংখ্যায় সর্বনিম্ন রেকর্ড
2024-05-05 19:19:15

মে ৫: চলতি বছরের পয়লা এপ্রিল পর্যন্ত, প্রবাসীসহ ১৫ বছরের কম বয়সী জাপানি শিশুর সংখ্যা ১ কোটি ৪০ লাখ ১০ হাজার, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩ লাখ ৩০ হাজার কম। জাপানের রাষ্ট্রীয় পরিষদের কার্যালয়ের গতকাল (শনিবার) প্রকাশিত জনসংখ্যা পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

জাপানে শিশুদের সংখ্যা মোট জনসংখ্যার ১১.৩ শতাংশ, যা ২০২৩ সালের তুলনায় ০.২ শতাংশ পয়েন্ট কম। এটি ১৯৫০ সালের পর সর্বনিম্ন রেকর্ড। এর মধ্য দিয়ে জাপানে কম জন্মহারের প্রবণতা আরও তীব্রভাবে ফুটে উঠেছে।

পরিসংখ্যানে বলা হয়, জাপানি শিশু সংখ্যা ১৯৮২ সাল থেকে টানা ৪৩ বছর ধরে কমছে। জাপানে ছেলে শিশুর সংখ্যা ৭১ লাখ ৮০ হাজার আর মেয়ে শিশুর সংখ্যা ৬৮ লাখ ৩০ হাজার।

 (ওয়াং হাইমান/হাশিম/স্বর্ণা)