‘পয়লা মে’ ছুটির ফিরতি ট্রিপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: চীনের গণনিরাপত্তা মন্ত্রণালয়
2024-05-04 19:51:10

মে ৪: চীনের গণনিরাপত্তা মন্ত্রণালয়ের পরিবহণ ব্যুরো সূত্র গতকাল (শুক্রবার) জানিয়েছে, ‘পয়লা মে’ ছুটির তৃতীয় দিনে আজ (শনিবার), চীনের জাতীয় ও প্রাদেশিক মহাসড়কে বিপুল পরিমাণ যাত্রী চলাচল অব্যাহত থাকবে। আগামীকাল (রোববার) থেকে বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে এবারের ছুটির ফিরতি ট্রিপের ভিড় হবে।

কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরোর পূর্বভাস অনুযায়ী, গতকাল থেকে আগামিকাল পর্যন্ত, চীনের হু নান, চিয়াং সি, কুয়াং সি এবং কুয়াং তুংসহ সংশ্লিষ্ট অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টি হবে এবং এতে সাময়িক প্রতিকূল আবহাওয়া দেখা দেবে।

গণনিরাপত্তা মন্ত্রণালয় চালকদের প্রতি সতর্কতা জারি করে বলেছে,  গাড়ি চালানোর সময় রাস্তার অবস্থা ও আবহাওয়ার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, পরিবহণ এবং যাত্রীদের যানমালের নিরাপত্তা রক্ষা করতে হবে।

(ওয়াং হাইমান/হাশিম/স্বর্ণা)