যৌথভাবে ‘বিআরআই’ নির্মাণকাজে অংশগ্রহণ সার্বিয়ার উন্নয়নকে এগিয়ে নিয়েছে: সার্বিয়ান মন্ত্রী
2024-05-04 19:52:02

মে ৪: সার্বিয়ার নির্মাণ, পরিবহন এবং অবকাঠামো নির্মাণমন্ত্রী গোরান ভেসিচ সম্প্রতি বেলগ্রেডে সিনহুয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, ‘বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভে’র (বিআরআই) আওতায় যৌথ নির্মাণে চীনের সঙ্গে ব্যাপক সহযোগিতা করেছে তার দেশ, যা ব্যাপকভাবে ফলপ্রসূ হয়েছে । এটি সার্বিয়া এমন কি কাছাকাছি দেশগুলোর সামষ্টিক উন্নয়নকে এগিয়ে নিয়েছে।

তিনি বলেন, যৌথভাবে বিআরআই নির্মাণকাজে অংশগ্রহণের জন্য গর্ববোধ করে সার্বিয়া। এই কাঠামোতে চীনের বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান সার্বিয়ায় বেশ কিছু অবকাঠামো প্রকল্পের নির্মাণকাজে সহায়তা দিয়েছে। এগুলো কর্মসংস্থান এবং আঞ্চলিক উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে।

গোরান ভেসিচ মনে করেন, চীন, হাঙ্গেরি এবং সার্বিয়ার যৌথভাবে নির্মিত হাঙ্গেরি ও সার্বিয়া রেল প্রকল্প হচ্ছে যৌথভাবে ‘বিআরআই’ নির্মাণকাজের সফল সহযোগিতার দৃষ্টান্ত।

গত অক্টোবরে, চীন ও সার্বিয়া অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। মন্ত্রী বলেন, এই চুক্তি সার্বিয়াসহ গোটা ইউরোপের শিল্পপ্রতিষ্ঠানের জন্য উপযুক্ত সুযোগ সৃষ্টি করেছে। এটি চীনে এই অঞ্চলের পণ্য রপ্তানির আরও জোরদার করবে বলেও জানান তিনি।

(ওয়াং হাইমান/হাশিম/স্বর্ণা)