ওআইসি’র ১৫তম শীর্ষ সম্মেলনে সি চিনপিংয়ের অভিনন্দন বার্তা
2024-05-04 19:50:49

মে ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শনিবার) ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি’র ১৫তম শীর্ষ সম্মেলনে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ওআইসি শীর্ষ সম্মেলন হল ইসলামী দেশগুলোর ঐক্য ও স্বাধীনতার প্রতীক। এটি ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার ও আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চীন ও ইসলামী দেশগুলো ভালো বন্ধু ও অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইসলামী দেশগুলো পারস্পরিক মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করেছে, বাস্তব সহযোগিতা ভালো ফলাফল অর্জন করেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত হয়েছে, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মডেল স্থাপন করেছে।

প্রেসিডেন্ট সি বলেন, চীন ইসলামী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক আস্থা বাড়াতে, বাস্তব সহযোগিতা গভীরতর করতে, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করতে চায়, একসঙ্গে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ ও বৈশ্বিক সভ্যতার উদ্যোগ বাস্তবায়নের জন্য চেষ্টা করতে চায়, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আরও বেশি অবদান রাখতে চায়।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)