‘চীনা শৈলীর আধুনিকায়ন সম্পর্কে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বক্তব্যের অংশ’ শীর্ষক গ্রন্থের ফরাসি সংস্করণ প্রকাশিত
2024-05-04 19:52:50

মে ৪: সম্প্রতি ‘চীনা শৈলীর আধুনিকায়ন সম্পর্কে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বক্তব্যের অংশ’ শীর্ষক গ্রন্থের ফরাসি সংস্করণ প্রকাশিত হয়েছে, যা দেশি-বিদেশি পাঠকের জন্য বিতরণ করা হয়। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টির ইতিহাস ও সাহিত্য গবেষণালয় থেকে এ বইটি অনুবাদ করা হয়েছে।

এ গ্রন্থটির মধ্যে ২০১২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত  চীনা শৈলীর আধুনিকায়ন সম্পর্কে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ধারাবাহিক গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। এ গ্রন্থের ফরাসি সংস্করণ এবং এর আগে প্রকাশিত ইংরেজি সংস্করণে বিদেশি পাঠকদের গভীরভাবে চীনা শৈলীর আধুনিকায়ন সম্পর্কিত  তাত্ত্বিক পদ্ধতি এবং বাস্তবতা উপলব্ধি করা, সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণের একটি সফল চীনা শৈলীর আধুনিকায়নের নতুন পথ জেনে নেওয়া, মানবিক সভ্যতার নতুন রূপ সৃষ্টি করা, আধুনিকায়নে নতুন আশা-আকাঙ্ক্ষা প্রদর্শন করা, আন্তর্জাতিক সমাজের সঙ্গে হাতে হাত রেখে আধুনিকায়ন পথে এগিয়ে যাওয়া এবং শান্তি উন্নয়ন, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধ বৈশ্বিক আধুনিকায়নের যৌথ  চেতনা বাস্তবায়ন করার জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

(ওয়াং হাইমান/হাশিম/স্বর্ণা)