তীব্র তাপে অতিষ্ঠ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া, থাইল্যান্ডে ৩০ জনের মৃত্যু
2024-04-26 21:50:03

এপ্রিল ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চলতি গ্রীষ্ম মৌসুমে তীব্র তাপে দগ্ধ হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। এখানকার কোটি কোটি মানুষের জীবন দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। থাইল্যান্ডে এ বছর গ্রীষ্ম মৌসুমে হিট স্ট্রোকে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে সম্প্রতি থাই সরকার জানিয়েছে। ব্যতিক্রমী গরম আবহাওয়া ও তাপপ্রবাহের কারণে ফিলিপাইনের হাজার হাজার স্কুল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়িতে বসে ক্লাস করতে বলা হয়েছে। 

নির্বাচনী প্রচারণা চালানোর সময় একজন ভারতীয় মন্ত্রী অজ্ঞান হয়ে যান। পরে এজন্য তিনি তীব্র গরমকে দায়ী করেন। ভারতের আবহাওয়া অফিস আগামী কয়েকদিন দেশটির পূর্ব ও দক্ষিণের কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে। 

এমনকি পাহাড়ি দেশ নেপালেও গরমের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে এবং বৃহস্পতিবার দেশটির সমভূমিতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে। 

জাতিসংঘ এই সপ্তাহে বলেছে যে ২০২৩  সালে জলবায়ু এবং আবহাওয়ার ঝুঁকিতে এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহত এবং অর্থনৈতিক ক্ষতির প্রধান কারণ ছিল বন্যা, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ। 

শান্তা/ফয়সল