আমরা ১২ মে, চীনের সিচুয়ান প্রদেশে রিখটার স্কেলে ৮.০ মাত্রার ভূমিকম্প সম্পর্কিত এই সংবাদ ব্রিফিংয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। ভূমিকম্প ও ত্রাণ সম্পর্কিত বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত বিষয়ে প্রশ্ন করলে আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে জবাব জেনে নিতে হবে। সেজন্য এ ধরনের প্রশ্নের উত্তর তাত্ক্ষনিকভাবে না দিতে পারলে পরের দিন দেওয়া হবে। চীনের ভূমিকম্প সসম্পর্কে আপনাদের অনুসন্ধিত্সার জন্য ধন্যবাদ।
প্রশ্ন অঞ্চল
তথ্য অঞ্চল
v রোমানিয়ার নেটব্যবহারকারীর প্রশ্নঃ চীনের সিছুয়ান ভূমিকম্পের শিকার মানুষদের কীভাবে সাহায্য করা যায়?
v সিছুয়ানের ভূমিকম্প চীন অলিম্পিক গেমস আয়োজনের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে?
v চীন সরকর কী ব্যবস্থা নিয়ে দুর্গত নাগরিকদেরকে মানসিক সাহায্য দেবে
v উদ্ধারকর্মী ও ত্রাণ সামগ্রী কীভাবে দুর্গত অঞ্চলে পাঠানো হচ্ছে?
v দুর্গতদের খাওয়া - পরা সমস্যার সমাধানে সরকার কী ব্যবস্থা নিয়েছে?
v সিচুয়ান দুগর্ত এলাকার জনসাধারণের স্থিতিশীল জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য চীন সরকার কী ব্যবস্থা নেবে ?
v ভূমিকম্পের সময় যারা স্বজনদের সংগে বিচ্ছন্ন হয়ে গেলে , স্বজনদের সংগে মিলিত হওয়ার জন্যে সরকার কি কি ব্যবস্থা নিতে পারে ?
v ভূমিকম্প পূর্বাভাসের জন্য কোন্ কোন্ উন্নত মানের পরিমাপ যন্ত্র ব্যবহার করা যাবে?
v জার্মান শ্রোতা হেলমুটের প্রশ্নঃ তিন গিরিখাত জলসেচ প্রকল্পের ওপর কি ভূমিকম্পর প্রভাব পড়েছে?
v চীনাদের জাতীয় শোক দিবস পালনের মধ্যে কী কী তাত্পর্য রয়েছে?