উত্তরঃ ১২ মে চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান জেলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে সিছুয়ানসহ বেশ কয়েকটি প্রদেশের জলসেচ প্রকল্পের গুরুতর ক্ষতি হয়েছে। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ১৪ মে ভূমিকম্প অঞ্চলে জলসেচ প্রকল্পের ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরেছেন। ১৩ মে বিকাল ৫টা পর্যন্ত ভূমিকম্পের ফলে সিছুয়ানসহ পাঁচটি প্রদেশের ৩৯১টি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বড় আকারের দুটি জলাধার, মাঝারি আকারের ২৮টি এবং ছোট ৩৬১টি। ১৭ মে পর্যন্ত কোনো বাঁধ ভেঙে পড়ে নি।
চীনের ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্প উন্নয়ন কোম্পানি ১৩ মে ঘোষণা করেছে, প্রাথমিক তদন্তের ফলাফল অনুযায়ী, ওয়েনছুয়ানের ভূমিকম্প ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্প ও কেচৌবা জলসেচের ওপর নেতিবাচক প্রভাব ফেলে নি। এবারের ভূমিকম্পটি তিন গিরিখাত প্রকল্প চালু হওয়ার পর সংঘটিত সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। কিন্তু তিন গিরিখাত প্রকল্প আর ওয়েনছুয়ানের মধ্যে দূরত্ব অনেক, ফলে এর ওপর তেমন বিরূপ প্রভাব পড়ে নি। তবু পরাঘাত প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট বিভাগ ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
চীনের জলসেচ মন্ত্রণালয়ের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সংক্রান্ত নেতৃ গ্রুপের উপ-প্রধান, জলসেচ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী লিউ নিং ১৭ মে কেন্দ্রীয় টেলিভিশনে এক সাক্ষাত্কারে বলেছেন, জলসেচ মন্ত্রণালয় ভূমিকম্পের পর সময় মতো ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ বিষয়ক সাধারণ পরিচালনা বিভাগ গঠন করেছে এবং সংশ্লিষ্ট জলসেচ বাঁধগুলো রক্ষা করার জন্য প্রায় ২০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে। ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ ফ্রন্টে কর্মরত জলসেচ প্রকৌশলীরা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং স্থানীয় সরকারী বিভাগগুলোর সঙ্গে বাঁধগুলোর পরীক্ষা ও পরিদর্শন কাজ জোরদার করছেন।
|