তুরস্কের শ্রোতাবন্ধু মুসা ওজাল জানতে চান , দুর্গতদের খাওয়া -পরার সমস্যা সমাধানে সরকার কী ব্যবস্থা নিয়েছে ?
১৯ মে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের পরিচালনায় অনুষ্ঠিত ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদর দপ্তরের দশম অধিবেশনে অনাথ ছেলেমেয়ে , প্রতিবন্ধী মানুষ ও সন্তানহীন বৃদ্ধদের জীবন নিশ্চিত করার বাস্তব ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে । আগামী তিন মাসের প্রতিমাসেই তাদের প্রত্যেককে প্রতি মাসে ৬ শ' ইউয়ান করে ভর্তুকি দেয়া হবে ।
অর্থ মন্ত্রণালয়ের ১৮ মের এক খবরে জানা গেছে ,কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত ১১৭ কোটির মধ্যে ৫০ কোটি ইউয়ান দুর্গতদের জীবনযাত্রা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হবে , দেশের মজুদ থেকে ১.৫ লাখ টন খাদ্যশস্য ও ১৪ হাজার টন ভোজ্য তেল ইতোমধ্যেইদুর্গত অঞ্চলে পাঠানো হয়েছে । আহত দুর্গতদের চিকিত্সা ও বসতি পুননির্মানের জন্য কান সু , সান সি ও ইউনান প্রদেশ ও ছুনছিং শহরকে অতিরিক্ত ২০ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে । ছোট আকারের জলাধার ও জলসেচ প্রকল্প মেরামতের জন্য ১২ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে ।
১৮মে বিকেল পাঁচটা পর্যন্ত কেন্দ্রীয় সরকার ভূমিকম্প দুর্গত অঞ্চলে মোট ৫৭৮.২ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । স্থানীয় সরকারের বরাদ্দ ১৯৮.৪ কোটি ইউয়ানসহ চীন সরকার মোট ৭৭৯.৪ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । ১৯ মে বেলা একটা পর্যন্ত সারা দেশে মোট ১০৮৩.৪ কোটি ইউয়ান অনুদান সংগ্রহ করা হয়েছে ।
|