তুরস্কের মুসা ওজাল জানতে চান, চীন সরকার কী ব্যবস্থা নিয়ে দুর্গত জনগনকে মানসিক সাহায্য দেবে?
উত্তর: ২০ মে সিনহুয়া বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, অনেক মনস্তত্ত্ববিদ দুর্গত নাগরিকদেরকে মানসিক সাহায্য দেয়ার পরিকল্পনা প্রণয়ন করছেন। বর্তমানে চীন সরকার ও বহু বিশেষ আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে দুর্যোগের পর মানসিক সংকট মোকাবেলা সংক্রান্ত জ্ঞানের ওপর প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগ নিয়েছে। ছেংতুর হুয়াসি হাসপাতালে অনাথ শিশুদের জন্য সহায্যকারী মা সংগ্রহের তত্পরতা চালানো হচ্ছে। সাংহাই, ছিংতাও, হার্বিন ও কুয়াংতুংয়ে বিশেষজ্ঞদের ছাড়াও মানসিক সংকট মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল পাঠানো হয়েছে। থাংশান শহরের ২০জনকে নিয়ে গঠিত একটি মানসিক উপদেশ দাতা স্বেচ্ছাসেবক দল এখন সিছুয়ানে যাচ্ছেন। এ ২০জনের মধ্যে বেশির ভাগই থাংশান ভূমিকম্পের দুর্গত।
|