Web bengali.cri.cn   
সুরের ধারায়: চীনের জাতীয় সংগীতের মাস্টার 'ফাং সিউ ওয়েন'
  2015-12-22 18:16:43  cri

বন্ধুরা, এবার শুনুন ফেং সিউ ওয়েনের সৃষ্টি করা অপূর্ব সুর 'সুন্দর সোলো নদী'।

শ্রোতা, ফাং সিউ ওয়েন প্রতিনিধি দল নিয়ে সাবেক যুগোস্লাভিয়া, আর্মেনিয়া, রোমানিয়া, মাল্টা, ইতালি, জার্মানী, জাপান, সিঙ্গাপুর, চীনের হংকং ও তাইওয়ানসহ বহু অঞ্চলে সুর পরিবেশনা করে ব্যাপক প্রশংসা পেয়েছেন।

সংস্কার ও উন্মুক্তকরণ হওয়ার পর তিনি আমন্ত্রণ পেয়ে হংকংয়ের জাতীয় অর্কেস্ট্রা, তাইপে জাতীয় অর্কেস্ট্রা, সিঙ্গাপুরের চীনা সংগীত দল ও তাইওয়ানের কাওসিয়াংয়ে পরীক্ষামূলক জাতীয় অর্কেস্ট্রা পরিচালনা করেন এবং ব্যক্তিগত সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। তিনি চীনের জাতীয় সংগীতের প্রভাব বিস্তার করেছেন এবং স্থানীয় লোকসংগীতের বিকাশকে অগ্রসর করেছেন।

১৯৯২ সালে ফাং সিউ ওয়েন চীনের ডিস্ক কোম্পানির দেয়া স্বর্ণ ডিস্কের 'পরিচালক বিষয়ক বিশেষ পুরস্কার' অর্জন করেন।

বন্ধুরা, এবার শুনুন ফাং সিউ ওয়েনের সুর 'উ ই পাহাড়ের চা'।

 মহা সাংস্কৃতিক বিপ্লবের সময় ফাং সিউ ওয়েন মনের কষ্ট দূর করার জন্য থাং ও সোং রাজবংশের ৩ শ'র বেশি কবিতায় সুর দিয়েছেন। যদিও এ সুরগুলো সংরক্ষিত হয়নি। তবে এ সুরগুলো সৃষ্টির মাধ্যমে তার সুর করার সামর্থ্য বেড়ে যায়।

তিনি কখনো সংগীত ইনস্টিটিউটের পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন নি। তার ক্লাসরুম ছিল সাধারণ জীবন ও প্রকৃতি। তার সংগীত শুনে শ্রোতারা বুঝতে পারেন, গভীর জীবন-যাপনের অভিজ্ঞতা ছাড়া শিল্পকর্মে নতুন ভাব থাকলেও শ্রেষ্ঠত্ব আসে না।

ফাং সিউ ওয়েন ভীষণভাবে অপেরা অনুরাগী ছিলেন। তিনি মনে করতেন, চীনা সংগীত জগতে অপেরাকে এড়ানো যায় না। ফলে তার সংগীতে চীনের পিকিং অপেরার গভীর প্রভাব লক্ষ্য করা যায়।

বন্ধুরা, এবার শুনুন ফাং সিউ ওয়েন পরিচালিত আরেকটি অপূর্ব সুর। এ সুরের নাম 'নেপালী নৃত্যের সুর'।

শ্রোতা, ফাং সিউ ওয়েন কিশোর-কিশোরীদের সংগীত শিক্ষার ওপর ভীষণ গুরুত্ব দিয়েছেন। শত ব্যস্ততার মধ্যে তিনি বড় আগ্রহ নিয়ে বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও প্রাথমিক স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সংগীত কোর্স পড়াতেন। তিনি শিশুদের জন্য অনেক গানও লিখেছেন।

বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ফাং সিউ ওয়েন ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর পেইচিং শহরে মৃত্যুবরণ করেন। অসংখ্য মানুষের মন স্পর্শ করা তার দুটি হাত আর নড়বে না। চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র সে দিন সংবাদে আকস্মিকভাবে তার মৃত্যুর খবর প্রচার করে। এ খবর শুনে দেশি-বিদেশি সংগীত জগতের মানুষেরা বিস্ময় ও দুঃখবোধ করেন।

বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ফাং সিউ ওয়েনের সংক্ষিপ্ত পরিচয় এবং তার কয়েকটি প্রতিনিধিত্বকারী সংগীতের সুর শুনলেন। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ।

এ পর্বের 'সুরের ধারায়' আসর এ পর্যন্তই। আমি পেইচিং থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)


1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040