Web bengali.cri.cn   
সুরের ধারায়: বিখ্যাত বাঁশিবাদক ওয়াং ওয়েই লিয়াং ও তাঁর বাজানো সুর
  2015-10-28 17:29:13  cri


আজকের সুরের ধারায় আসরে আপনাদের চীনের বিখ্যাত বাঁশিবাদক ওয়াং ওয়েই লিয়াংয়ের পরিচয় করবো এবং তাঁর বাজানো কয়েক সুর আপনাদের শুনাবো। আশা করি, আপনাদের ভালো লাগবে।

চাং ওয়েই লিয়াং

চাং ওয়েই লিয়াং ১৯৫৭ সালে চীনের চিয়াংসু প্রদেশের সুচৌতে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনের সংগীতজ্ঞ সমিতির সদস্য, চীনের সংগীত ইনস্টিটিউটের লোকসংগীত বিভাগের পরিচালক ও অধ্যাপক, পেইচিং সংগীতজ্ঞ সমিতির ভাইস চেয়ারম্যান। তিনি সর্বপ্রথমে 'নতুন লোকসংগীত' সৃষ্টির অন্যতম সংগীতজ্ঞ। তিনি পশ্চিমা সংগীতের উপাদান চীনের লোকসংগীতে এনেছে এবং আধুনিক শৈলীতে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাঁশি ও শিয়াও বাজান। বন্ধুরা, এবার শুনছেন চাং ওয়াই লিয়াংয়ের বাজানো 'প্রাচীন ও বর্তমান' নামে সুর।

চাং ওয়েই লিয়াং ছোটবেলা থেকে সংগীত পছন্দ করেন। তিনি আট বছর বয়সে বাঁশি বাজাতে শেখেন। এর পর তিনি চাও শোং টিং, ফাং জি ছুন, লিউ কুয়ান ইউয়ে আর ওয়াং টিয়ে ছুই প্রমুখ নামকরা বাঁশিবাদকদের কাছ থেকে শিক্ষাগ্রহণ করেন। তার অভিযোজন করা চীনের অনেক প্রাচীন সুর ব্যাপক জনপ্রিয় হয়েছে। ১৯৮৬ সালে তিনি চীনের প্রথম সিডি 'সিয়াও এর বিশ্ব' রেকর্ড করেন। তাঁকে 'চীনের বাঁশির রাজা' বলে অভিহিত করেন। এবার শুনুন চাং ওয়েই লিয়াংয়ের বাজানো 'পশ্চিম হ্রদের চাঁদ' নামে সুর।

সুর বাজানো এবং শিক্ষাদান করার পাশাপাশি চাং ওয়েই লিয়াং লোকসংগীত সম্পর্কে অনেক বইও লিখেছেন। ১৯৮৭ সালে পিপস সংগীত প্রকাশনালয় তার রচিত 'বাঁশি ও সিয়াও এর বাজানোর শৈলী' নামে বই প্রকাশ করেছে। ১৯৯৫ সালে 'চীনের সংগীত' এবং হংকংয়ের হুগো নামে সংগীত ম্যাজাগিনে নানা নিবন্ধ প্রকাশিত হয়েছে। ১৯৯৬ সালে পিপলস সংগীত প্রকাশনালয়ে তাঁর রচিত '৪০টি সিয়াও সুর' প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি তিনি বাঁশি ও সিয়াও দিয়ে বাজানো নানা আ্যালবামও রেকর্ড করে বাজারে মুক্ত করেন।

বন্ধুরা, এবার শুনুন চাং ওয়েই লিয়াংয়ের বাজানো 'নান ইয়ুন' নামে সুর।

চাং ওয়েই লিয়াং চীনের অনেক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের জন্য সুর করেছেন। যেমন 'জু তো' নামে চলচ্চিত্রে তিনি চীনের প্রাচীন বাদ্যযন্ত্র শুন  ব্যবহার করেছেন। 'বা ওয়াং বিয়ে জি'নামে চলচ্চিত্রে তিনি কেবল এক বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন। এমন অবস্থা চলচ্চিত্র ইতিহাসেও খুব বিরল। এ চলচ্চিত্রগুলো বিশ্ব মঞ্চে যাওয়ার সাথে সাথে চীনের ঐতিহ্যবাহী লোকসংগীতও বিশ্বে ছড়িয়ে পড়ে।

বন্ধুরা, এবার শুনুন চাং ওয়েই লিয়াংয়ের বাজানো 'সুগন্ধি চা ও সুন্দরী মেয়ে' নামে সুর।

২০০৬ সালে চাং ওয়েই লিয়াং 'হুয়া সিয়া চেম্বার অর্কেস্ট্রা' এর ভিত্তিতে চীনের সংগীত ইনস্টিটিউটের 'হুয়া সিয়া লোকসংগীত অর্কেস্ট্রা' গঠন করেন। এ অর্কেস্ট্রা প্রতিষ্ঠার পর দেশে বিদেশে অনেক পরিবেশনা করেছে এবং ব্যাপক প্রশংসা পেয়েছে।

চাং ওয়েই লিয়াং এর সংগীত জীবনে অনেক পুরস্কারও পেয়েছেন। ১৯৮২ সালে তিনি চীনের জাতীয় লোকসংগীত বাদ্যযন্ত্রের একক সুর প্রতিযোগিতায় বাঁশি গ্রুপের প্রথম হয়েছেন। ১৯৮৭ সালে তাঁর বাঁজানো 'সমাধি পরিচ্ছন্নকরণ দিবসে নদীর তীরের দৃশ্য' নামে সুর আন্তর্জাতিক ব্রডকাস্টিং ফান্ড পুরস্কার পেয়েছে। ১৯৯৫ সালে তার রেকর্ড করা চীনের প্রথম সিডি 'সিয়াও এর বিশ্ব' চীনের স্বর্ণ ডিস্ক পুরস্কার পেয়েছে। তা ছাড়া আরো অনেক পুরস্কার রয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন 'চা বাগানে সুগন্ধ ভরা' নামে সুর।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এ পর্বের সুরের ধারায় আসরে আপনারা চীনের বিখ্যাত বাঁশিবাদক চাং ওয়েই লিয়াংয়ের পরিচয় এবং তার বাজানো কয়েক সুর শুনলেন। শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু / মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040