0929yinyue.mp3
|
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে প্রচার করছি 'সুরের ধারায়' আসর। আজকের এ আসরে আপনাদের শোনাবো চীনের কয়েকটি ঐতিহ্যবাহী উত্সব সম্পর্কিত নৃত্যের সুর। আশা করছি, সুরগুলো আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা, প্রথমে শুনুন 'তাইওয়ান নৃত্য সুর' নামের একটি সুর। ১৯৩৪ সালে সুরকার চিয়াং ওয়েন ইয়ে এ সুরটি সৃষ্টি করেন। ১৯৩৬ সালে এ সুরটি ১১তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতার বিশেষ পুরস্কার পেয়েছে। এটি হচ্ছে সুরকার চিয়াং ওয়েন ইয়ের প্রতিনিধিত্বকারী একটি অদ্ভূত কর্ম।
সুরকার এই সুরের মাধ্যমে প্রাচীন স্থাপত্য, মন্দির, রাজপ্রাসাদ ও বনসহ নানা দৃশ্য কল্পনা করছেন এবং সে থেকে সৃষ্ট নানা বেদনাদায়ক আবেগ বর্ণনা করেছেন। শুনুন 'তাইওয়ান নৃত্য সুর'।
বন্ধুরা, আপনারা জানেন, চীনে অনেক সংখ্যালঘু জাতি রয়েছে। বিভিন্ন জাতির নিজস্ব নাচ-গানসহ নানা ঐতিহ্য আছে। মশাল উত্সব হচ্ছে ঈ জাতি, পাই জাতি, নাশি জাতি ও লাঘু জাতির প্রাচীন ও গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উত্সব। সাধারণত চীনের চান্দ্র পঞ্জিকার ষষ্ঠ মাসের ২৪ তারিখে এ উত্সব পালিত হয়। এ উত্সবের দিন ঘোড়া দৌড়, ছাগল লড়াই, গরুর লড়াই, কুস্তি, নাচ-গানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার শুনুন 'মশাল উত্সব' নামের চমতকার সুরটি। দেখুন, সুর শুনে আপনারা উত্সবের আমেজ পান কিনা?
মশাল উত্সব
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, ড্রাগন নৌকা উত্সব প্রতি বছর চীনের চান্দ্র পঞ্জিকার পঞ্চম মাসের পাঁচ তারিখ উদযাপিত হয়। এই উত্সব হচ্ছে চীনের হান জাতির এক ঐতিহ্যগত উত্সব। এ দিন চীনারা জোংজি নামে এক ধরণের বিশেষ খাবার খায় এবং ড্রাগন নৌকা প্রতিযোগিতার আয়োজন করে। চীনের বিখ্যাত কবি ছুন ইউয়ানকে স্মরণ করতে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন ড্রাগন নৌকা উত্সবের দিন চীনে সরকারি ছুটি থাকে। বিশ্বের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকাভুক্ত করা হয়েছে এই দিনটিকে। এবার শুনুন ড্রাগন নৌকা উত্সব সম্পর্কিত একটি সুর।
ড্রাগন নৌকা উত্সব
প্রিয় শ্রোতা, চীনের ইতিহাসে বেশ কিছু রাজবংশ ছিল। এগুলোর মধ্যে থাং রাজবংশের সমৃদ্ধির বিশেষ মর্যাদা আছে। অনুষ্ঠানের শেষে আপনাদের শোনাবো থাং রাজবংশের একটি বিখ্যাত নৃত্য সুর 'রাজা ছিনের লড়াইয়ের নাচের সুর'। এ সুরটি প্রথমে থাং রাজবংশের সামরিক সুর ছিল। পরে সম্রাট লি শি মিন ক্ষমতাসীন হওয়ার পর এ সুরকে নৃত্যের সুরে রূপান্তর করেন। এ সুর শুনে দেশি-বিদেশি অতিথিরা সবাই একসাথে নাচতে আগ্রহ প্রকাশ করে। শুনুন তাহলে শ্রুতিমধুর এই সুরটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের কয়েকটি নৃত্যের সুর শুনলেন। আশা করি, আপনাদের ভালো লেগেছে। এ পর্বের 'সুরের ধারায়' আসর এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। আমি বিদায় নিচ্ছি। আবার কথা হবে। (ইয়ু/মান্না)
| ||||