Web bengali.cri.cn   
তিব্বতের লঘুসংগীত
  2015-06-09 15:32:09  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এ পর্বের 'সুরের ধারায়' আসরে আপনাদের শোনাবো তিব্বত সম্পর্কিত কয়েকটি শ্রবণমধুর সুর।

বন্ধুরা, তিব্বত অনেকের স্বপ্নের জায়গা। সাধারণত তিব্বতের কথা বললে চোখের সামনে ভেসে ওঠে তুষারআবৃত পাহাড়, রহস্যময় গিরিখাত, ভক্ত তীর্থযাত্রীদের মূর্তি। যখন আপনি 'তিব্বতের লঘুসংগীত' নামে অ্যালবামের সুরগুলো শুনবেন, তখন মনে হবে, নিজেই সুন্দর ছিংহাই-তিব্বত মালভূমি আর ইয়ালুজানবু নদীর তীরে চলে যাই। সহজ-সরল ও সতগুণসমৃদ্ধ তিব্বতী লোকদের পাশে বসে তাদের গল্প শুনি, তাদের সুখ ও বেদনা অনুভব করি। তাহলে চলুন, আমরা সংগীতের তালে তালে চলে যায় সেই সুন্দর তিব্বতের মাটিতে।

বন্ধুরা, প্রথমে শুনুন 'তুষারের শব্দ শোনো' নামের সুরটি।

প্রিয় শ্রোতা, তিব্বতের অনেক পাহাড়ি অঞ্চল সারা বছরই তুষার আবৃত থাকে। যেমন লাসার উত্তর দিকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত নিয়েনছিংথাংলা বড় তুষারআবৃত পাহাড়। এ পাহাড়ের চূড়ার সর্বোচ্চ স্থান থেকে সমুদ্রপৃষ্ঠ ৭ হাজার ১১৭ মিটার। সারা বছর তুষারঘেরা থাকে এই পাহাড়। মেঘ ও কুয়াশা জমে থাকে চারদিকজুড়ে। দূর থেকে দেখলে মনে হয়, বীর কোনো দেতবার মতো। এবার শুনুন 'তুষার পাহাড়ের প্রেম' শিরোনামের সুরটি।

বন্ধুরা, তিব্বতী ভাষার নাম 'শিয়াংপালা'। এর অর্থ 'পরম সুখময় স্থান'। লোকে বিশ্বাস করেন, এমন এক সুন্দর জায়গা আছে, সেখানে সবাই যেতে চায়। সেখানকার গাছপালা চিরহরিত। সেখানে পাখির গান শোনা যায়, ফুলের সুগন্ধ ছড়িয়ে থাকে সবুজ প্রকৃতিতে। সেখানে ব্যথা নেই, কষ্ট নেই, দুঃখ নেই। সেই স্বর্গীয় জায়গাটির নাম 'শিয়াংপালা'।

প্রিয় শ্রোতা, এবার শুনুন 'শিয়াংপালা দূরে নয়' নামের চমতকার সুরটি।

বন্ধুরা, আমরা সবাই সুখি জীবন পেতে চাই। কিন্তু কিভাবে সুখি জীবন ভোগ করা যায়? একেকজন একেক রকম উত্তর দেব এ প্রশ্নের। যদি এমন কোনো ঝরণা থাকতো, যে ঝরণার পানি খেয়ে সুখি জীবন ভোগ করা যায়, তা হলে কত ভালো হতো তাই না বন্ধুরা। কিন্তু আসল জীবন এতো সহজ নয়। তবে আপনা যাতে সুখি ঝরণা খুঁজে পান সে কামনাই করি। বন্ধুরা, এবার শুনুন 'সুখি ঝরণা' নামে একটি মসৃণ সুর।

শ্রোতাবন্ধুরা, লিচি, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এই অঞ্চলকে তিব্বতের সুইজারল্যান্ড বলে অভিহিত করা হয়। এখানে বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত রয়েছে। লিচি 'প্রকৃতি জাদুঘর' এবং 'সবুজ জীন ভাণ্ডার'-এর সুনাম আছে। এবার শুনুন 'লিচির সৌন্দর্য' নামের একটি সুর।

শ্রোতা, চিয়াংজি চীনের নবোদিত পর্যটন নগর এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক খ্যাতিসম্পন্ন নগরগুলো মধ্যে অন্যতম। চিয়াংজিতে পুরাতন তিব্বতী সরকারের স্থাপত্য এবং পুরাতন তিব্বতের আটটি অভিজাত সম্প্রদায়ের তালুক এখানে সংরক্ষিত রয়েছে। চিয়াংজিতে দাঁড়িয়ে ইতিহাস ভালোভাবে স্মরণ করা যায়।

বন্ধুরা, এবার শুনুন 'সবুজ চিয়াংজি' শিরোনামের একটি সুর।

বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারায়' আসর শুনছেন। সব শেষে শুনুন 'মনের শুভ কামনা' নামের সুরটি। আশা করছি, জীবনে কামনা করা সবকিছু আপনারা পেয়েছেন। আর না পেয়ে থাকলে পেয়ে যাবেন নিশ্চয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এ পর্বের 'সুরের ধারায়' আসর আজ এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। কল্যাণে থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040